ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে দ্রুত অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছেন আইনজীবী কামরুল ইসলাম। তাদের বিরুদ্ধে ‘অস্বাভাবিক ব্যাংকিং লেনদেন’ ও ‘হাজার কোটি টাকা বিদেশে পাচার’ করেছেন এমন অভিযোগ উঠেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে এই আইনজীবী উল্লেখ করেন, অভিযুক্ত ও তার পরিবারের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকারও বেশি অর্থ লেনদেনের তথ্য পেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। শওকত আলী চৌধুরী, তার স্ত্রী তাসমিয়া আম্বারীন, কন্যা জারা নামরীন ও পুত্র জারান আলী চৌধুরীর নামে দেশের বিভিন্ন ব্যাংকে মোট ১৮৭টি হিসাবে লেনদেন হয়েছে। এছাড়া তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে রয়েছে আরও ১৪৬টি হিসাব। চলতি বছরের ১৫ জুন পর্যন্ত এসব হিসাবে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮ হাজার ৪০৭ কোটি টাকারও বেশি। অভিযোগে...