আয়না পরীক্ষা করাআয়নার পেছনে ক্যামেরা লুকানো থাকতে পারে। আর তাই আয়নার নির্দিষ্ট স্থানে আঙুল দিয়ে ভালোভাবে পরীক্ষা করতে হবে। যদি আঙুল ও তার ছবির মধ্যে ফাঁক দেখা যায়, তাহলে বুঝতে হবে, সেটি সাধারণ আয়না। আর ফাঁক না থাকলে সন্দেহ করতে হবে।ট্রায়াল বা বাথ রুম পর্যবেক্ষণট্রায়াল রুম কিংবা হোটেলের রুম, বাথরুমে গোপন ক্যামেরায় ধারণ করছে ভিডিও। এরপর তা দিয়ে নারীদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। হোটেল হোক বা ড্রেসিং রুম, লুকানো ক্যামেরা রাখা এই যুগে এনিয়ে দুশ্চিন্তা অমূলক কিছু নয়। প্রযুক্তিকে হাতিয়ার করে কীভাবে অসাধু কাজ করা যায় তারই নিদর্শন গোপন ক্যামেরা।সূত্র : টাইমস অব ইন্ডিয়া আয়নার পেছনে ক্যামেরা লুকানো থাকতে পারে। আর তাই আয়নার নির্দিষ্ট স্থানে আঙুল দিয়ে ভালোভাবে পরীক্ষা করতে হবে। যদি আঙুল ও তার ছবির মধ্যে ফাঁক দেখা...