নেপালে গত সপ্তাহের সহিংস গণআন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। গত সোমবার ও মঙ্গলবার ‘জেন-জি’ প্রজন্মের আন্দোলন তীব্র রূপ নেয়। মঙ্গলবারই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশ ছেড়ে পালিয়ে যান। তার পরপরই বিক্ষুব্ধ জনতা সরকারি ভবন, মন্ত্রী-এমপিদের বাসভবন, আদালত এমনকি পার্লামেন্ট ভবনেও আগুন ধরিয়ে দেয়। এখন সেই ভবনগুলো থেকে পুড়ে যাওয়া মানুষের লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। ওলি পালানোর দিনই নেপালের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। বিশৃঙ্খলার কারণে ফায়ার সার্ভিস কর্মীরাও আগুন লাগা ভবনগুলোয় প্রবেশ করতে পারেনি। নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশ বুড়াধোকি জানিয়েছেন, শপিং মল, আবাসিক ভবনসহ যেসব স্থাপনায় আগুন দেওয়া হয়েছিল, সেসব জায়গা থেকে এখন লাশ পাওয়া যাচ্ছে। এর আগে শনিবার সরকার জানিয়েছিল, এ ঘটনায় ৫১ জন নিহত হয়েছেন। কিন্তু সর্বশেষ...