দুবাইতে এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাইভোন্টেজ ম্যাচে টস জিতে ব্যাটিং নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। ম্যাচে প্রথম ওভার করতে আসেন হার্দিক পান্ডিয়া। প্রথম বলটি তিনি হোয়াইড করেন। তবে নিজের করা প্রথম বৈধ বলেই সাইম আইয়ুবকে ফেরান পান্ডিয়া। দ্বিতীয় ওভারে বল হাতে নেন জাসপ্রিত বুমরা। নিজের দ্বিতীয় বলেই মোহাম্মদ হারিসকে ফেরান বুমরা। পরের বলে ফখর রিভিউ নিয়ে বাঁচেন। বুমরার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। পাকিস্তানের ব্যাটিং ইনিংসে প্রথম চারটি আসে ২.৩ ওভারে। পান্ডিয়ার বলে চার মারেন ফখর। আর প্রথম ছক্কাটি হাঁকান সাহিবজাদা ফারহান। ইনিংসের চতুর্থ ওভারে তৃতীয় বলে। সেটি ছিল বুমরার ওভার। পঞ্চম ওভারে স্পিন আক্রমণ আনেন ভারতের অধিনায়ক সূর্যকুমার। লেগ স্পিনার বরুণ নিজের করা...