যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। রোববার বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা হাসপাতালের বিভিন্ন ইউনিটে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে অভিযান চলে। এতে ডিডি তহিদুল ইসলাম, ডিডি চিরঞ্জীব নিয়োগীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। হাসপাতালের পক্ষে আরএমও ডা. হাবিবা সিদ্দীকা ফোয়ারা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। অভিযানে হাসপাতালের রান্নাঘর, ডায়রিয়া ওয়ার্ড ও প্লাস্টার রুমে নানা অনিয়ম পাওয়া যায়। রান্নাঘরে রোগীদের জন্য নির্ধারিত মানের খাবারের পরিবর্তে নিম্নমানের উপকরণ সরবরাহ করা হচ্ছে। অভিযোগে বলা হয়, নির্ধারিত চিকন চালের বদলে মোটা চাল, ছোট আকারের ডিম, নিম্নমানের লবণ, পেঁয়াজ ও রসুন ব্যবহার করা হচ্ছে। এছাড়া ভাত ও পাউরুটির পরিমাণ কম সরবরাহ করা হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডে ১৬০ পিস স্যালাইন মজুদ থাকা সত্ত্বেও রোগীদের বাইরের দোকান...