অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে রিয়াজ উদ্দিন (৩১) নামে এক পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা বাগমারা-মগবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঘড়িমণ্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তার একটি ছেলে ও মেয়ে সন্তান রয়েছে। তিনি কুমিল্লার লালমাই থানায় কর্মরত ছিলেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে বাড়ির উঠানে পিছলে পড়ে রিয়াজের বাবা বেলাল হোসেনের একটি হাত ভেঙে যায়। বিষয়টি জানতে পেরে রিয়াজ ছুটি নিয়ে শনিবার রাত ১১টার পর নিজের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলে বাগমারা-মগবাড়ি সড়ক দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। কর্মস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের...