ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চলে গত দুইদিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে নীলফামারীর ডালিয়াস্থ তিস্তা নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার (৫২.১৫) দশমিক ৬ সেন্টিমিটার (৫২.০৯) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল ও পানি বৃদ্ধি অব্যাহত ছিল। তবে যেকোন সময় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। তিনি বলেন, ‘তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইচগেট খুলে রেখে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ সকাল থেকে নজরদারি করছে। বর্তমানে তিস্তা অববাহিকায় সতর্কাবস্থা জারি করা হয়েছে।’ অপরদিকে ভারতের সীমান্ত তিস্তা নদীর মেখলিগঞ্জ পয়েন্টে তিস্তার পানি বিকাল ৪টায় বিপৎসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যা বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এদিকে...