রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রংপুর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে ‘লাইভস্টক এন্ড ডেইরী ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে রংপুর বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা লগ্নে প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানীর সঞ্চালনায় স্ক্রিনে ভেসে উঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এসময় সবাই হতবম্ভ হন। এ বিষয়ে উপদেষ্টা বলেন, এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনো ভাবেই গ্রহণযোগ্য না। এ নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনিক ব্যবস্থা নেয়ারকথাও বলেন তিনি। উপদেষ্টা বলেন, নিরাপদ ও রোগমুক্ত প্রাণির মাধ্যমে নিরাপদ মাংস, দুধ, ডিম নিশ্চিতে...