ঠাকুরগাঁও সদর উপজেলার ‘আয়শা সিদ্দিকা’ মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর ছয় দিন পার হলেও তাদের কোনো সন্ধান পায়নি পুলিশ। নিখোঁজ কিশোরীরা হলো- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারিপূর গ্রামের শাহজালালের মেয়ে জুঁই (১৪), একই উপজেলার গণকপয়েনর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল ফেরদৌস তামান্না বোরকা (১৬) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকার রবিউলের মেয়ে আয়শা সিদ্দিকা হাসি (১৩)। এদের মধ্যে আয়শা হাফেজ বিভাগে ও অপর দুইজন আলেমা বিভাগে অধ্যয়নরত। পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর রাত ১২টার দিকে মাদ্রাসা থেকে নিখোঁজ হন তারা। ভোর ৫টার দিকে রুমে না পেয়ে খোঁজ শুরু করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এরপর দোতলার বারান্দায় একটি মশারী ঝুলন্ত অবস্থায় দেখে কর্তৃপক্ষ ধারণা করে যে, তারা পালিয়ে গেছে। নিখোঁজদের পরিবারের অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে। তারা...