জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন ২০১৮-এর প্রয়োজনীয় সংশোধনী আনার লক্ষ্যে খসড়া প্রস্তাব প্রকাশ করা হয়েছে। সংশোধনী প্রস্তাবের বিষয়ে মতামত গ্রহণের জন্য খসড়া প্রস্তাব প্রকাশের তারিখ থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে[email protected]এই মেইলে মতামত পাঠানোর জন্য জনসাধারণকে বলা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের সই করা পত্রে এ সংশোধনী প্রস্তাব প্রকাশ করা হয়। সংশোধনী প্রকাশ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন ২০১৮ এর প্রয়োজনীয় সংশোধন আনয়নের জন্য গত ১২ আগস্ট আন্তমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়। এই আইনের সংশোধনী প্রস্তাব কার্যবিবরণীর মাধ্যমে অনুমোদিত হয়। এই সংশোধনী প্রস্তাবের বিষয়ে মতামত গ্রহণের জন্য প্রকাশের তারিখ থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে এই মেইলে[email protected]মতামত পাঠানো করার জন্য জনসাধারণকে বলা হলো।...