চট্টগ্রাম:বৈষম্যহীন দেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সনাতনীদের পাশে চায় বলে মন্তব্য করেছেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নিলোফার চৌধুরী মনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নগরের দেওয়ানজী পুকুরপাড়ে চট্টগ্রাম জেলা সৎসঙ্গ কেন্দ্রে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব উৎসব উপলক্ষে আয়োজিত মার্তৃসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জগন্নাথ হলের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের উদ্দেশে তিনি আহ্বান জানান, তারা যেন আগামীতে ধানের শীষে ভোট দেন, যাতে দেশনেত্রী খালেদা জিয়ার হাত আরও শক্তিশালী হয়। মনি বলেন, বাংলাদেশের গতি-প্রকৃতি অনিশ্চিত।তাই সবাইকে সজাগ থাকতে হবে। তিনি গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনের আশা প্রকাশ করেন। ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে তিনি বলেন, যুগে যুগে আধ্যাত্মিক মানুষ...