মাদারীপুর:নির্বাচন সন্নিকটে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হলে এখন থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।ধানের শীষের জন্য ভোট চাইতে হবে। শুধু মিটিং-মিছিল নিয়ে থাকলেই হবে না। বিএনপির সব কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর জেলার শিবচরে দ্বিতীয়াখন্ড উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয়াখন্ড ইউনিয়ন বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লা এসব কথা বলেন। কামাল জামান মোল্লা বলেন, আমাদের বিরুদ্ধে অনেক গভীর ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তবে নির্বাচন কঠিন হবার সম্ভবনা রয়েছে। ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মিছিল করেন, সমাবেশে আসেন। তবে এতে আনন্দিত হওয়াবার কিছু নাই। আপনারা ধানের শীষকে যদি ক্ষমতায় দেখতে চান, এখন থেকে প্রত্যেক...