রাশিয়ার রেলওয়ে সিস্টেমে হামলা চালিয়ে তিন রুশ কর্মকর্তাকে হত্যার দাবি করছে ইউক্রেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা (জিইউআর) জানিয়েছে, এই হামলায় একটি ট্রেনও লাইনচ্যুত করা হয়। খবর বার্তা সংস্থা এএফপির। সংস্থার একটি সূত্র এএফপিকে জানায়, গত সপ্তাহে খারকিভ ও সুমি অঞ্চলের দখলদার রুশ বাহিনীর রেলওয়ে সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই ধরনের হামলা সামরিক সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করার একটি...