মাঝারি জুটি গড়ে শুরুর বিপদ পার করলেন সাহিবজাদা ফারহান আর ফখর জামান। কিন্তু পাওয়ার-প্লে শেষে সেই জুটি ভাঙ্গতেই ব্যাটিং ব্যর্থতার দ্বিতীয় পর্ব দেখল পাকিস্তান। পঞ্চাশ পার হতেই পাকিস্তানের নেই ছয় উইকেট। এখন একশ পার করাই বড় চ্যালেঞ্জ পাকিস্তানের সামনে। শুরুর ধাক্কা সামাল দেওয়ার কাজটা ভালোভাবেই করছিলেন সাহিবজাদা আর ফখর। তৃতীয় উইকেট জুটিতে গড়েন ৩৮ বলে ২৯ রানের জুটি। পাওয়ার-প্লের এক ওভার পরেই অক্ষর প্যাটেলকে উড়িয়ে মারতে গিয়ে তিলক ভার্মার হাতে ধরা পড়েন ফখর। শেষ হয় ১৫ বলে ১৭ রানের ইনিংস। এরপর দায়িত্ব নিতে গিয়ে যেন সময়ই নষ্ট করলেন অধিনায়ক সালমান আলী আগা। ১২ বল থেকে করলেন মোটে ৩ রান। এরপর নতুন ব্যাটার হিসেবে আসা হাসান নাওয়াজও পারলেন না দলের বিপদে হাল ধরতে। ফিরলেন ৭ বলে ৫ রান করেই। পরের বলেই...