মাত্র ২০ বছর বয়সে পরিবারের অভাব ঘোচাতে বাবার সঙ্গে ট্রলারের সুকান ধরেছিলেন আব্দুল মান্নান হাওলাদার। দীর্ঘদিন ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করা এই মানুষটি এখন কোটি কোটি টাকার মালিক। স্থানীয়দের কাছে তিনি পরিচিত “ট্রলার মান্নান” নামে। তবে বর্তমানে তার নামের সঙ্গে জড়িয়ে গেছে জমি দখল, টেন্ডারবাজি ও হত্যা মামলার অভিযোগ। ১৯৭০ সালে শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা এলাকায় এক গরীব পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুল মান্নান হাওলাদার। বাবা আব্দুল রহমান হাওলাদারের সঙ্গে মিলে ১৯৯০ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভেদরগঞ্জ থেকে নড়িয়ার সুরেশ্বর লঞ্চঘাটে যাত্রী পারাপার করতেন ট্রলারে। স্থানীয়ভাবে ‘ট্রলার মান্নান’ নামে পরিচিতি পাওয়া এই মানুষটি ১৯৯৬ সালে তৎকালীন পানিসম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের হাত ধরে যোগ দেন আওয়ামী লীগে। পরে উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পান এবং এরপর রাজনীতির মাধ্যমে ভাগ্য বদলের গল্প শুরু...