স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে লুৎফুজ্জামান বাবরের বৈঠক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন। রোববার সন্ধায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিকাল চারটা ২২ মিনিট থেকে ৬ টা ৩৫ মিনিট পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লে.জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে প্রায় ২ ঘন্টা বৈঠক করেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে বলে সাবেক প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, সরাষ্ট্র সচিব নাসিমুল গণি ও পুলিশের আইজি বাহরুল আলম উপস্থিত ছিলেন। অপরদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাবেক সিনিয়র সচিব কামরুজ্জাম, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাবেক স্বরাষ্ট্র...