ট্যুর প্ল্যান তো দূরের কথা, কোথায় যাব সেটাই নির্ধারণ করতে পেরেছি একেবারে শেষ মুহূর্তে এসে! এভাবে হুট-হাট বেরিয়ে পড়ে হারিয়ে গেলাম মেঘের পাহাড়, গহীন অরণ্য, বিস্তৃত নদী-হ্রদ আর ঝরনার মাঝে। বিশ্ববিদ্যালয়ের বন্ধু ফারহান ফোন দিয়ে জানালো সপ্তাহ দুয়েক পর ওর দুদিন ছুটি আছে। কক্সবাজার বা বান্দরবানের দিকে যেতে চায়। ইকবাল, সৈকতের সাথে কথা বলেছে, এনামের সাথেও কথা বলবে। আমি বললাম, সবাই যেহেতু রাজি আমিও যাব। শুক্র-শনি আমার ছুটি থাকে, সমস্যা নেই। ব্যস, সবার সময় মিলে গেল এবার ভ্রমণের স্থান নির্বাচন, পরিকল্পনা ও প্রস্তুতির পালা। পাহাড়, ঝরনা, নদী অঞ্চল ঘুরার ইচ্ছা থেকে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা বাদ দেওয়া হয়। এছাড়া এক জায়গায় আর কতবার যাওয়া যায়! বান্দরবানের আলীকদম, লামা অঞ্চলে চাওয়া অনুযায়ী প্রকৃতি ও থাকার জায়গা মিললেও মিললো না সরাসরি যাওয়ার বাস।...