যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) হঠাৎ অভিযান চালিয়ে খাদ্য সরবরাহ থেকে শুরু করে চিকিৎসাসেবাও নানা অনিয়মের প্রমাণ পেয়েছে। রোববার দুপুরে এই অভিযান পরিচালিত হয়।দুদকের সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন দুদকের ডেপুটি সহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ তহিদুল ইসলাম, ডিএডি চিরঞ্জিব নিয়োগীসহ বিভিন্ন কর্মকর্তা। এছাড়া অভিযানের সময় হাসপাতালে দায়িত্বে থাকা আরএমও ডা. হাবিবা সিদ্দীকা ফোয়ারাও উপস্থিত ছিলেন।অভিযানের শুরুতেই দুদক কর্মকর্তারা হাসপাতালের রান্না ঘরে গিয়ে রোগীদের খাবারের মান পরীক্ষা করেন। সেখানে দেখা যায় ২০০ গ্রাম ভাত দেওয়ার কথা থাকলেও রোগীদের দেওয়া হচ্ছে কম। সকালের নাস্তার পাউরুটির পরিমাণ ঠিক নেই। ডিমের আকার ছোট। খাবারের লবণ, পেঁয়াজ ও রসুনের মান নিম্নমানের, চিকন চালের পরিবর্তে মোটা চাল দেওয়া হচ্ছে। ডালও নিম্নমানের।রোগী ও তাদের স্বজনদের অভিযোগ,...