ঢাকা: আকাশসীমা লঙ্ঘন করে কাতারে ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও ইসলামিক বিশ্ব। কাতারের প্রতি সংহতি জানাতে সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় বসছে আরব-ইসলামিক দেশগুলোর জরুরি শীর্ষ সম্মেলন।গত সপ্তাহে দোহায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় পাঁচজন হামাস সদস্য নিহত হয়। যদিও সংগঠনের শীর্ষ নেতারা অক্ষত রয়েছেন। এই ঘটনার জেরেই সমর্থন জানাতে সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।ইসরায়েলি হামলার প্রেক্ষিতে উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো—যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান—এবার কাতারের পাশে অবস্থান নিচ্ছে।বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ককে চাপে ফেলতে পারে। ২০২০ সালে ‘আব্রাহাম চুক্তি’র মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল আমিরাত। তবে সাম্প্রতিক হামলা সেই সম্পর্কের উপর টানাপোড়েন সৃষ্টি করতে পারে বলে ধারণা করা...