কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে তাণ্ডবের ঘটনায় দুটি মামলা হয়েছে। এর একটি করেছেন জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন, অপরটি করেছেন কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পাল।রোববার (রবিবার) দুপুরে সদর মডেল থানায় মামলাগুলো রুজু করা হয় বলে জানিয়েছেন থানার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন।তিনি জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্রীড়া সংস্থার পক্ষে দায়ের করা মামলায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামি দুজন হলেন টিকিটের ইজারাদার ইব্রাহিম বাবু ও মুন্না। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আসামিদের নাম-পরিচয় অজ্ঞাত রাখা হয়েছে।গত শুক্রবার রামু ও টেকনাফ উপজেলা একাদশের ফাইনাল ম্যাচকে ঘিরে সকাল থেকেই স্টেডিয়ামে ভিড় জমে। টিকিটের নির্ধারিত মূল্য ছিল ৫০ টাকা। তবে অতিরিক্ত চাহিদার সুযোগ নিয়ে আয়োজক...