সূত্র জানায়, ডিমলায় সবমিলে ৭০ টার মত মিনি পেট্রোল পাম্প গড়ে উঠেছে। পাম্পগুলিতে বিপুল পরিমাণ পেট্রোল, অকটেন, ডিজেল, অটোরিকশার ব্যাটারিসহ বিভিন্ন মালামাল মজুদ রেখে বিক্রি করা হয়ে থাকে। যার সবগুলোই দাহ্য পদার্থ। যে কোন সময় অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনা ঘটে জানমালের সীমাহীন ক্ষতি সাধিত হতে পারে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ নূর মোহাম্মদ জানান, মিনি হোক আর বড় পাম্প হোক প্রতিটি পেট্রোল পাম্পের জন্য অগ্নি নির্বাপকের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। যা ডিমলায় গড়ে ওটা মিনি পেট্রোল পাম্পগুলোর কোনটাতেই নেই। আমাদের পক্ষ থেকে মিনি পাম্পগুলোর সরকারি অনুমোদন না থাকায় কোন প্রকার ফিটনেস সনদপত্র প্রদান করা হয়নি। দাহ্য পদার্থে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঝুকি সবসময় থাকে। সে কারণে অগ্নি নির্বাপকসহ নিরাপত্তার জন্য সকল প্রকার ব্যবস্থা থাকা একান্ত জরুরী। উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান জানান, অবৈধভাবে...