আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) বলেছেন, জামেয়ার আওয়াজ শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। আনজুমান আগামীতে বিশ্বে শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব দেবে-ইনশাআল্লাহ। আনজুমান নতুন শতকে নবতর যাত্রা শুরু করবে। আনজুমান কর্তৃক পরিচালিত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আসতে হবে। আজ আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড যাত্রা শুরু করেছে। এ বোর্ডের অধীনে সব মাদ্রাসা পরিচালিত হবে।শনিবার (১৩ সেপ্টেম্বর) আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আনজুমানের খেদমত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে জানিয়ে সাবির শাহ বলেন, আমাদের জন্যই আজকের দিন। আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি- আনজুমানের শতবর্ষ পূর্ণ হয়েছে। আনজুমানের খেদমত এশিয়া থেকে আফ্রিকা নয়, বরং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।তিনি বলেন, সময়ের পরিবর্তন, ইংরেজদের শাসনকাল, ইসলামের শত্রুদের শক্তি প্রদর্শনের এ তুফানের যুগে দ্বীনি মিশনকে আঁকড়ে ধরে...