সংসদ সদস্য পদে নারীদের সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার জন্য ১০০টি আসনের প্রস্তাব করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নারীরা কারও দয়ায় নয়, সরাসরি ভোটে জিতে সংসদে যাবেন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কার প্রসঙ্গ উল্লেখ করে মেয়র বলেন, আজ সংস্কারের কথা হচ্ছে। সেদিন একটি দৈনিক পত্রিকার সংস্কার প্রক্রিয়া নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় আমি স্পষ্ট বলেছি, নারীরা অত্যন্ত অবহেলিত। তারা যদি সিটি করপোরেশনে সরাসরি ভোটে তিনজন কাউন্সিলরের বিপরীতে একজন করে কাউন্সিলর হতে পারেন তাহলে তিনজন এমপির সঙ্গে একজন নারী এমপি অবশ্যই সরাসরি ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যেতে পারেন। তাহলে আমরা...