২০১৪ সালে শামি বিয়ে করেন হাসিন জাহানকে। কিন্তু চার বছরের মাথায় সম্পর্ক ভেঙে যায়। হাসিন শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং, সহিংসতা, পরকীয়া, যৌতুকের দাবিসহ একাধিক গুরুতর অভিযোগ তোলেন। সেই সময় ভীষণ ভেঙে পড়েছিলেন শামি, এমনকি আত্মহত্যার কথাও ভেবেছিলেন বলে জানিয়েছেন তিনি।বর্তমানে তারা আলাদা থাকলেও আনুষ্ঠানিকভাবে ডিভোর্স এখনও হয়নি। আদালতের নির্দেশে শামিকে মাসিক এক লাখ টাকা ভরণপোষণ দেওয়ার কথাও প্রকাশিত হয়েছে।হাসিন জাহানের ব্যক্তিগত জীবনের ইতিহাস নিয়েও বিতর্ক কম নয়। প্রথম স্বামী শেখ সাইফুদ্দিনের সঙ্গে তার দুটি কন্যা রয়েছে। সাইফুদ্দিন সম্প্রতি গণমাধ্যমে জানান, তিনি চান শামি ও হাসিন আবার একত্রিত হয়ে সমস্যার সমাধান করুন। তবে অতীতে হাসিনের পড়াশোনা ও স্বাধীনতার ইচ্ছাকে পরিবার না মেনে নেওয়ায় তাদের দাম্পত্য ভেঙে গিয়েছিল। বর্তমানে তারা আলাদা থাকলেও আনুষ্ঠানিকভাবে ডিভোর্স এখনও হয়নি। আদালতের নির্দেশে শামিকে মাসিক এক লাখ...