বিএনপি জোট সরকারের সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন। রোববার ব্কিালে সচিবালয়ে ওই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও সাংবাদিকদের কাছে তুলে ধরেন বাবর; যিনি ২০০৭ সালে গ্রেপ্তারের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত কারাগারে ছিলেন। এদিন বিকাল ৪টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত এ বৈঠকে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ১৯ বছর পর সচিবালয়ে সাব্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের আসার খবরে সেখানে যান সাংবাদিকরা। পরে সাংবাদিকদের সামনে আসেন তারা। এ বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম উপস্থিত ছিলেন। বৈঠকে রাষ্ট্রীয় কোনো বিষয়ে কথা হয়েছে কিনা জানতে চাওয়া...