আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দলের নিবন্ধন পেতে শেষ মুহূর্তে নির্বাচন কমিশনে (ইসি) ধন্না দিচ্ছে নতুন রাজনৈতিক দলগুলো। প্রাথমিকভাবে বাছাই হওয়া ২২টি দলের মধ্যে ১৩টি দল ইসির শুনানিতে অংশ নিয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ দলগুলোর শুনানি নেন। তিনি বলেন, প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ দলগুলোকে (২২টি) আমরা ডেকেছিলাম। অনেকেই আজ আসনে। তবে কাল আসতে হবে। শুনানিতে যে সব দল অংশ নিয়েছে, সেগুলো হলো—বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), আম জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি), বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জাতীয় জনতা পার্টি (ওসমানী), মৌলিক বাংলা, জনতার দল, বাংলাদেশ বেকার সমাজ, জাসদ (শাহজাহান সিরাজ), ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি। অন্যান্য বারের মতো এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ...