সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত জায়গা থেকে বালুদস্যুরা রাতের আঁধারে দেশীয় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন। এরপর শাহজাদপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও মোড় প্রদক্ষিণ করে শাহজাদপুর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। সেখানে তারা এই অবৈধ বালুদস্যু চক্রের হোতাদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর তারা শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও শাহজাদপুর থানার ওসিকে পৃথকভাবে স্মারকলিপি দেন। উপজেলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মিরাজ আহমেদ, জাকারিয়া জিহাদ, রায়হান আলী প্রমুখ। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প নিয়ে নানামুখী ষড়যন্ত্র হয়েছে। যা এখনও চলমান...