১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের হাওয়া। আগামী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। দীর্ঘ ২৮ বছর পর নির্বাচনী খবরে চাপা উচ্ছ্বাস উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা ক্যাম্পাসে। আগামী দুই-তিন দিনের মধ্যে গঠন করা হবে নির্বাচন কমিশন। শাবিপ্রবি প্রশাসন সূত্রে জানা যায়, শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সর্বশেষ হয়েছিল ১৯৯৭ সালে। এর আগে ১৯৯৩ সাল থেকে তিনবার শাকসু নির্বাচন হয়েছে। ২৮ বছর ধরে অচল শাকসু। । এদিকে, আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাত্রসংসদ নির্বাচন হচ্ছে। আমরা আশা করছি, শিগগির শাকসু নির্বাচন হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অংশীজন, বিশেষ...