নিজের প্রথম ওভারেই বড় শিকার অক্ষর প্যাটেলের। বাঁহাতি স্পিনার ফেরালেন ফখর জামানকে। পাওয়ারপ্লে শেষ। সাহিবজাদা ফারহান ও ফখর জামানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পাকিস্তান। ওপেনার ফারহান বুমরাকে দুটি ছক্কা মেরেছেন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বুমরার বলে এই প্রথম ছক্কা মারলেন পাকিস্তানের ব্যাটসম্যান। এর আগে পাকিস্তানের বিপক্ষে চারটি টি–টোয়েন্টি ম্যাচ খেলে ১২টি চার খেলেও কোনো ছক্কা খাননি বুমরা। শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে পাকিস্তান। পান্ডিয়ার ওপর চড়াও হয়েছেন ফখর জামান। এই ওভার থেকে এসেছে ১৩ রান। ফখর মেরেছেন দুটি চার। বুমরার চতুর্থ বলটা করেছিলেন ইয়র্কার। তা ফখর জামানের পায়ে লাগলে সঙ্গে সঙ্গে এলবিডব্লুর আবেদন করে ভারত। সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে। ফখরও সঙ্গে সঙ্গে রিভিউ নিয়েছেন এবং সফল হয়েছেন। টিভি রিপ্লেতে দেখা গেল, বল লেগ স্টাম্পের বাইরে পিচড করেছিল। উইকেট...