বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগতদের হামলায় নারীসহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।আহতরা হলেন – কৃষি অনুষদের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রাশিদুল আলম রিফাত এবং নারী শিক্ষার্থী নাহার। এদের মধ্যে রাশিদুল মাথায় গুরুতর আঘাত পেয়ে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা নেন। নাহারকেও বেল্ট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন মাঠ জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে এলাকাবাসী বিশ্ববিদ্যালয় এলাকায় রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধ ও মানববন্ধন করছিল। এ সময় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়। পরবর্তীতে কথা কাটাকাটির একপর্যায়ে এলাকাবাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।রাশিদুল আলম রিফাত বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় দেখি তারা রাস্তা আটকে আন্দোলন...