ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দলের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়া ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দলগুলোকে ডেকে ত্রুটি থাকলে সেটি ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি ঘাটতি থাকলে তা পূরণ করে দিতে বলেছে ইসি। রোববার (১৪ সেপ্টেম্বর) কয়েকটি নিবন্ধন প্রত্যাশী নতুন দলের প্রতিনিধিরা ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে দেখা করেন। এসব দলগুলোকে টেলিফোন করে কমিশনে আসতে বলা হয়েছিল। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ২২টি দলের তথ্য যাচাইয়ের জন্য মাঠপর্যায়ে পাঠানো হয়েছিল। সবগুলোর তদন্ত প্রতিবেদন আমাদের কাছে এসেছে। কমিশন নতুন দলকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থানে নেই। পরবর্তী সময়ে যাতে দোষারোপ করতে না পারে তাই দলগুলোকে আবার ডেকে তাদের কথা শোনা...