চট্টগ্রামের সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক (বহিষ্কৃত) যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নুরুর ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছুরিকাঘাত ও পিটিয়ে নুরুকে আহত করেছেন। নুরুল ইসলাম নুরুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, তার মাথায় আঘাত করা হয়েছে এবং কোমরে বেশ একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরের সদরঘাট থানার পোড়াকলোনীর চট্টলা বেকারির মোড়ে এ ঘটনা ঘটে। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্তরা হলেন- সৈনিক লীগ নেতা ও আবদুল কাদের ওরফে মাছ কাদেরের ক্যাডার আবুল খায়ের, যুবলীগ নেতা মোস্তফা কামাল টিপুর প্রধান অনুসারী নূর নবী এবং আওয়ামী লীগ নেতা মো. বাচা ও সালাউদ্দিন। ওসির আব্দুর রহিম বলেন, গত রাতে নুরুল...