দুবাইতে এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাইভোন্টেজ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার পর, সুর্য ও আগা একে অপরের সঙ্গে হাত মিলাননি, যা সাধারণত নিয়ম। এটি কেবল এটুকুই অনুভূতি দিয়েছিল যে সুর্য পাকিস্তানি প্রতিপক্ষের সঙ্গে সৌজন্য বিনিময়ে আগ্রহী ছিলেন না। আগাও এই পরিস্থিতিতে স্বস্তিবোধ করছিলেন। দুই দলের ১৩ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১০ টিতেই ভারত জিতেছে। শেষবার টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত-পাকিস্তান দেখা হয়েছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারত ও পাকিস্তান দুই দলই এবার এশিয়া কাপে 'এ' গ্রুপে একটি করে ম্যাচ খেলে জিতেছে। ভারত হারিয়েছিল আমিরাতকে এবং পাকিস্তান হারিয়েছিল ওমানকে। দুই দলই আগের ম্যাচে খেলা একাদশ নিয়ে মাঠে নেমেছে। ভারত: অভিষেক...