অনিয়ম, দুর্নীতি, ছাত্রীদের অধ্যক্ষের আপত্তিকর বার্তা দেওয়ার প্রতিবাদে নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। রোববার দুপুরে কলেজ চত্বরে শিক্ষার্থী, জুলাই যোদ্ধা সংসদ, আহত ও শহীদদের পরিবারের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন নওগাঁ জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, শহীদ ফাহমিনের মা কাজী লুলুন মাখমিম (শিল্পী), কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন জুন। মানববন্ধনে কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, কলেজে ভর্তিসহ বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়। কোনো শিক্ষার্থী অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করলে তাকে নানাভাবে হয়রানি করা হয়। তারা অভিযোগ করেন, অধ্যক্ষ ছাত্রীদের ফেইসবুকে আপত্তিকর বার্তা দেন। সম্প্রতি এ ধরনের বার্তা ভাইরাল...