বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফরে রাজত্ব করল বিরূপ প্রকৃতি। বৃষ্টির দাপটে ভেস্তে গেল দুই দলের টানা তিনটি যুব ওয়ানডে। বেকেনহামে রোববার মাঠে গড়ানোর কথা ছিল পঞ্চম ও শেষ ওয়ানডে। কিন্তু বৃষ্টির বাধায় এদিন টস করাই সম্ভব হয়নি। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শেষ হলো ১-১ সমতায়। প্রথম ম্যাচে বাংলাদেশের ৮৭ রানে জয়ের পর দ্বিতীয়টি ৪ উইকেটে জিতেছিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। সেদিন ৪৭ ওভারের ম্যাচ হয়েছিল। তৃতীয় ম্যাচ থেকে বাড়তে থাকে বৃষ্টির আধিপত্য। ওই ম্যাচে বাংলাদেশ ১৮ ওভার ব্যাটিং করে ২ উইকেটে ১০১...