বরিশাল টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর আয়োজিত এক গণসমাবেশে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, ‘পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ছাড়া দেশে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে দেশপ্রেমিক ছাত্র-জনতা দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি। রবিবার দুপুর আড়াইটায় শুরু হয় গণসমাবেশ। এতে সভাপতিত্ব করেন নগর সভাপতি প্রফেসর মো. লোকমান হাকীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের এবং জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে শায়খে চরমোনাই বলেন, ‘পিআর নির্বাচনে পেশিশক্তি, কালো টাকা, সহিংসতা ও অরাজকতার দৌরাত্ম্য থাকে না। নিবন্ধিত প্রায় সব দল ভোটের আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়। এর ফলে জাতীয় সংসদ হবে সব দাবি-দাওয়ার...