৫৪ বছরে দেশের ওষুধশিল্পে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পেটেন্ট অর্জন করেছে গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপ অব কম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। কোভিড-১৯ টিকা ‘বঙ্গভ্যাক্স’ আবিষ্কারের জন্য প্রতিষ্ঠানটি এই বিশেষ সুবিধা অর্জন করেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) গ্লোব বায়োটেকের কার্যালয়ে এ অর্জনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।আরো পড়ুন:রাবিতে রানীক্ষেত ভাইরাস প্রতিরোধ-বিষয়ক সেমিনারঢাকা দক্ষিণ সিটিতে ‘টাইফয়েড প্রতিরোধ’ টিকাদান শুরু ১২ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটিতে ‘টাইফয়েড প্রতিরোধ’ টিকাদান শুরু ১২ অক্টোবর গ্লোব বায়োটেকের গবেষক ড. কাকন নাগ বলেন, “এমআরএনএ ভিত্তিক একমাত্র সিঙ্গেল ডোজ ভ্যাকসিন বঙ্গভ্যাক্স।” “১৬৫টি দেশ টিআরআইপিএস এর আইন মানতে বাধ্য। আগামী বছর নভেম্বরের মধ্যে বাংলাদেশ টিআরআইপিএস সুবিধা পাবে। বঙ্গভ্যাক্সের ইউএস প্যাটেন্ট একটি দরজা খুলে দিয়েছে। এখন আমরা এই প্রযুক্তি ব্যবহার করে অন্য ওষুধও তৈরি করতে পারব এবং তা বাধাহীনভাবে...