পাবনা-১ (সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার আংশিক) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়। সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে সকাল ছয়টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ হরতাল চলে। হরতাল চলাকালে বেড়ায় সব ধরনের যানবাহন চলাচলসহ পৌর সদরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সূত্রমতে, সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভা ও বেড়া উপজেলার ৪টি ইউনিয়ন মিলে ছিল পাবনা-১ সংসদীয় আসন। এছাড়া বেড়ার বাঁকি ৫টি ইউনিয়ন ও সুজানগর উপজেলা মিলে ছিল পাবনা-২ সংসদীয় আসন। কিন্তু গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে শুধুমাত্র সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং বেড়া ও সুজানগর উপজেলা মিলে পাবনা-২ আসন পুনর্গঠন করা হয়। এরপর...