হামাসের হাতে এখনও জিম্মি ইসরায়েলিদের পরিবারগুলো বলছে, তাদের স্বজনদের মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির পথে মূল বাধা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই। এক বিবৃতিতে হোস্টেজেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নামে পরিবারগুলোর সংগঠন জানায়, যখনই কোনো চুক্তি এগোতে থাকে, নেতানিয়াহু সেটি ভণ্ডুল করে দেন। কাতারে সম্প্রতি হামলার ঘটনাই তার প্রমাণ। গত সপ্তাহে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় একটি বাড়িতে হামলা চালায়, যেখানে হামাসের শীর্ষ নেতারা আলোচনায় বসেছিলেন। হামাস জানায়, ওই হামলায় তাদের পাঁচজন সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। অন্যদিকে নেতানিয়াহু বলেন, হামাস নেতাদের কাতারে হত্যা করলেই বন্দিদের মুক্তি ও যুদ্ধের অবসানের পথে প্রধান বাধা দূর হবে। তার দাবি, হামাসই যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছে এবং প্রতিটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রতিহত করছে। তবে বন্দি পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর বক্তব্যকে আরেকটি অজুহাত বলে আখ্যা...