এশিয়ায় সবচেয়ে বড় ক্রিকেট মহারণ হয় ভারত পাকিস্তানের মধ্যে। বাইশ গজের ব্যাট-বলের লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে যায় গ্যালারি থেকে শুরু করে টেভিশনের সামনে থাকা দর্শকদের মাঝেও। এমন ক্রিকেট লড়াইয়ে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই বিশেষ কিছু। এবার লড়াইটা পুরনো গল্পে নতুন মোড় নিয়েছে। সময় বদলেছে, গল্পেও এসেছে নতুন অধ্যায়। পুরনো তারকারা নেই— কোহলি, রোহিত, বাবর, রিজওয়ান সবাই এবার দর্শক। তাদের জায়গা নিচ্ছেন নতুনরা— অভিষেক শর্মা, সাইম আয়ুব, সালমান আগা, শুভমান গিলরা। ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ে ভারত বেশ এগিয়ে। ১৪ বারের দেখায় ভারত জিতেছে ১০ বার, পাকিস্তান ৩ বার এবং ১টি ম্যাচ টাই। শেষবার এই দু’দল মুখোমুখি হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে ৬...