আলবেনিয়ার মন্ত্রিসভার এক নতুন মন্ত্রীকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আলোড়ন তৈরি হয়েছে। কারণ, তিনি কোনো সাধারণ মানুষ নন, এই মন্ত্রীকে বানানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে। এআই বট এই মন্ত্রীর নাম ‘দিয়েলা’, আলবেনীয় ভাষায় যার অর্থ ‘সূর্য’। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা গত বৃহস্পতিবার তাঁর চতুর্থ মেয়াদের মন্ত্রিসভা ঘোষণা করেন। এ সময় তিনি জানান, দিয়েলা দুর্নীতি দমনে কাজ করবেন। সরকারি ক্রয় ও টেন্ডার কার্যক্রম এখন থেকে সামলাবেন। সরকারি প্রকল্পে বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া সব টেন্ডারই তত্ত্বাবধান ও অনুমোদন করবেন তিনি। এআই দিয়ে তৈরি এই ভার্চুয়াল মন্ত্রী দিয়েলা মূলত সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের হওয়া সব চুক্তি পুনর্মূল্যায়ন করবে। মূল্যায়ন শেষে অনুমোদন দেবে। এরই মধ্যেই দেশটির ডিজিটাল সার্ভিসেস পোর্টালের মাধ্যমে নাগরিকদের সেবা...