পাঁচ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় সোচ্চারের প্রতিবাদ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রধান ফটকে বাস ভাঙচুরের ঘটনায় পাঁচজন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্ক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় শাখার সহ দপ্তর সম্পাদক জাকিয়া সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল রাহাত ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শিবলু এক যৌথ বিবৃতিতে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য এবং তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে। আমরা এই শাস্তিকে অতিরিক্ত, কঠোর এবং শিক্ষার্থীবান্ধব ন্যায়নীতির পরিপন্থি মনে করছি। শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব শিক্ষাদান, সংশোধন ও ভবিষ্যৎ গড়ে তোলা। তবে বর্তমান সিদ্ধান্ত শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে, যা মানবাধিকারের মৌলিক চেতনারও পরিপন্থি।”বিবৃতিতে তারা আরও উল্লেখ...