রোববার সকাল ৯টায় উপজেলার বড় হামিরদী হাইস্কুল সংলগ্ন এলাকায় খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা ট্রেন আটকে দেন অবরোধকারীরা। এছাড়াও ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা জংশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা। এর আগে, শনিবার বিকেল ৫টায় উপজেলার আলগী ইউনিয়ন পরিষদে এক সংবাদ সম্মেলনে নতুর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান ম.ম সিদ্দিক মিয়া। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার ভোর থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ জনতা। যা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয়। এতে এই আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ম.ম. সিদ্দিক মিয়াকে গভীর রাতে ডিবি পুলিশ আটক করেন। পরদিন সকালে এ সংবাদ ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা রোদ-বৃষ্টি উপক্ষো করে মহাসড়কে নেমে আসেন। এতে হাজার হাজার মানুষ দলে দলে...