যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্র সংসদ গঠন, আয়তন বৃদ্ধি, ইম্প্রুভমেন্ট সিস্টেম ও পরীক্ষার খাতায় কিউআর কোড সিস্টেম চালুসহ ৯ দফা দাবিতে চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের (ভিসি) আশ্বাসে তারা ফিরে যান।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় যবিপ্রবি প্রশাসনিক ভবনের নিচে অবস্থান কর্মসূচিতে বসেন শিক্ষার্থীরা।এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, শহীদ মসিয়ূর রহমান হল, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্টসহ দপ্তর প্রধানরা দফায় দফায় কথা বলেও কোনো সমাধান করতে পারেননি। চার ঘণ্টা পর দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদ শিক্ষার্থীদের মাঝে এসে আশ্বাস দিলে ফিরে যান তারা।দাবিগুলো হলো- দ্রুত ছাত্র সংসদ গঠনের দৃশ্যমান উদ্যোগ গ্রহণ, জুলাই আন্দোলনের বিরোধিতাকারী, দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারের সুবিধাভোগী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিচার নিশ্চিত, ইমপ্রুভমেন্ট...