সাত্তার বকশ নামের এই ক্যাফেটি কেবল তার কফির জন্যই নয়, বরং তার অভিনব ব্র্যান্ডিংয়ের জন্যও পরিচিতি পেয়েছে। তাদের লোগোতে একটি গোলাকার সবুজ হলোগ্রামের মধ্যে একটি গোঁফওয়ালা পুরুষের সাদাকালো ছবি দেখা যায়। যা অনেকেই মার্কিন কোম্পানি স্টারবাকসের বিখ্যাত মারমেইড প্রতীকের সাথে মিল রয়েছে বলে মনে করেন। নামের উচ্চারণেও কিছুটা মিল দেখা যায়। নাম আর লোগোর নকশা অনলাইনে বিতর্কের জন্ম দেয়। যা সারাবিশ্বের কফিপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করে। অবশেষে এ নিয়ে পাকিস্তানি ক্যাফের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামে স্টারবাকস। যদিও সেই সময় পাকিস্তানে এর কোনো শাখা ছিল না। ২০১৩ সালে উদ্যোক্তা রিজওয়ান আহমেদ ও আদনান ইউসুফ নামে উদ্যোক্তার হাত ধরে চালু হয় সাত্তার বকশ। শুরুতেই এটি স্টারবাকসের সাথে নাম ও লোগোর সাদৃশ্যর কারণে সবার নজর কাড়ে। তবে ক্যাফের প্রতিষ্ঠাতারা জোর দিয়েই বলেন, অনুকরণ নয়,...