মানিকগঞ্জের শিবালয় উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেব সভাপতি রাকিব হাসনাত আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মানিকগঞ্জের সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ পরিদর্শক এসআই সুমন চক্রবর্তী এ বিষয়টি নিশ্চিত করেছেন।শিবালয় থানা সুত্রে জানাযায়, গত বছরের ৫ আগষ্ট উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলায় নিহত শহিদ রফিক হত্যাসহ নাশকতামুলক একাধিক মামলায় এজাহার নামীয় আসামী হিসেবে আওয়ালকে গ্রেফতার করা হয়েছে। উক্ত মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, ধৃত আওয়াল শিবালয় উপজেলার ষাইটঘর গ্রামের আমজাদ মৃধার ছেলে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে অন্যান্য নেতা-কর্মীদের সাথে তিনিও গা ঢাকা দিয়ে ছিলেন।বার্তাবাজার/এমএইচ মানিকগঞ্জের শিবালয় উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেব সভাপতি রাকিব হাসনাত আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মানিকগঞ্জের সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।...