আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর (অবসরপ্রাপ্ত) রেজাউল করিম। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তার নিজ বাড়িতে এ সভার আয়োজন করা হয়। সভায় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করবে। নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান যে, সব প্রকার বিরোধ ও প্রতিহিংসা পরিত্যাগ করে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। তিনি উল্লেখ করেন, যদি আমাকে দল মনোনয়ন দেয়, তবে আমি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করব। রেজাউল করিম বলেন, কেউ আমাকে কেউ প্রতিপক্ষভাবে না, আমি দলের জন্য কাজ করতে এসেছি। যদি নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হয় এবং নির্বাচিত হই, তাহলে আমি মাদারীপুর-৩ আসনের জনগণের জন্য নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। তিনি আরও বলেন, আমি সবার...