৩৬তম জন্মদিনটা যেন স্বপ্নের মতো কাটালেন টমাস মুলার। ম্যাচ দেখতে জার্মানি থেকে এলেন মা-বাবা। গ্যালারিতে বসে দেখলেন ছেলের হ্যাটট্রিক। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসও মেতে উঠল গোল উৎসবে। ঘরের মাঠে রোববার ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৭-০ গোলে হারিয়েছে ভ্যাঙ্কুভার। এই জয়ে ৬ ম্যাচ বাকি থাকতে ২০২৫ এমএলএস কাপের প্লে-অফে খেলা নিশ্চিত করেছে মুলারের দল। জার্মানি কিংবা বায়ার্ন মিউনিখ ছাড়া অন্য কোনো দলের হয়ে এই প্রথম মা-বাবার সামনে কোনো ম্যাচ খেললেন মুলার। সেটা তিনি রাঙালেন গোল উৎসবে নেতৃত্ব দিয়ে। প্রথমার্ধে পেনাল্টি থেকে দুটি গোল করেন মুলার, আর ৮৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। সাপোর্টার্স শিল্ডের লড়াইয়ে এই মুহূর্তে শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার বিপক্ষে অভাবনীয় এই জয়ে ম্যাচ প্রতি পয়েন্টের হিসেবে তিনে উঠে এসেছে ভ্যাঙ্কুভার। বাঁচিয়ে রেখেছে সাপোর্টার্স শিল্ডের আশা। ২০১১ সালে এমএলএসে যোগ দেওয়ার পর এটাই ভ্যাঙ্কুভারের...