রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের শহীদ মোড় এলাকায় ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কে এ বিক্ষোভ করেন তারা। এসময় সড়কের দুই পাশে পাঁচ থেকে ছয় কিলোমিটার যানজট সৃষ্টি হয়ে। স্থানীয়রা জানান, পাশের আব্দুল মান্নান ডিলার পয়েন্টে কৃষকদের সার না দিয়ে দোকানদারের কাছে বিক্রি করছেন। ফলে খোলা বাজারে ওইসব সার বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা। এসময় মান্নানের ডিলার পয়েন্টে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। কৃষকদের অভিযোগ, বরাদ্দের সার কৃষকদের না দিয়ে বিক্রি করেন এলাকার ডিলার আব্দুল মান্নান। আজ (রোববার) সকাল ৭টায় সার নিতে যান কয়েকশ কৃষক। কিন্তু সার না দিয়ে টালবাহানা করেন ডিলারের লোকজন। পরে অবরুদ্ধ করে রাখা হয় কৃষি কর্মকর্তাদের। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম হ্যাপী বলেন, এ...