বিএনপি ধর্মকে কখনোই ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে না বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রোববার দুপুরে বরিশাল জেলা নরসুন্দর কল্যাণ ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে নিজ কার্যালয়ে এবং সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। রহমাতুল্লাহ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্ম-বর্ণ ও গোত্রের সমন্বয়ে আধুনিক রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপন করেছিলেন। তার প্রণীত ১৯ দফা কর্মসূচির আলোকে শক্তিশালী সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠেছিল। তিনি বলেছিলেন, প্রত্যেকে স্বাধীনভাবে ধর্ম পালন করবে, কেউ কারও ধর্মকে কটাক্ষ করবে না বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবে না। বিএনপি কখনোই ধর্মকে ক্ষমতা অর্জন বা পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের উদ্দেশ্যে রহমাতুল্লাহ বলেন, প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার ভোগ করা...